ঢাকা | নভেম্বর ২৭, ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Thursday, November 27, 2025 - 8:07 pm

 

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।

রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল চালক মাসুম আল হাছান (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

নিহত মাসুম লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৫টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিল। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাচ্ছিল, এমতাবস্থায় মাসুম ডানে পড়ে গিয়ে ট্রাকের পিছনের চাকার নিচে পিষ্ট হয়।

মাসুমের বাবা এবং চাচা আবুল হাশেম জানায়, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসলে দেখি তৎক্ষণাত আমাদের ছেলের মৃত্যু হয়েছে। তারা জানায়, এ বিষয়ে তারা লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানায়, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। তৎক্ষণাত পরীক্ষা–নিরীক্ষা করে শরীরে বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম ও ডান পাশের চোয়াল ভেঙে গেছে দেখা যায়।

লংগদু থানা পুলিশ সূত্রে জানায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনগত প্রক্রিয়া চালু রেখেছে। ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ড্রাইভার মামুন এবং চট্ট মেট্রো: ট–১২–০৪৩৪ ট্রাকটি সাথে সাথে পালিয়ে যাওয়ায় এখনো আটক করতে পারেনি পুলিশ।