ঢাকা | নভেম্বর ২, ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে কৃষি অফিসের উদ্যোগে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট: Sunday, November 2, 2025 - 3:24 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক অরুণ রায় এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী করা হয়। এরপর ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণার্থীর মধ্যে ৩০ জনকে কৃষি উপকরণ বিতরণ করে কৃষি অফিস।