ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

লংগদুতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিজিবি

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 6:56 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
মানুষ মানুষের জন্য-এই মানবিক চেতনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজনগর জোন (৩৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলাধীন শিশকমুখ এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বিজিবির মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
একই সঙ্গে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, শিক্ষক, ব্যবসায়ী, যুব প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জোন কমান্ডার স্থানীয় জনসাধারণকে নির্বাচনি বিধি-বিধান ও করণীয়, ভোটারদের অধিকার, নির্বাচন চলাকালীন আচরণবিধি এবং আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও কোনো ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট প্রদানের আশ্বাস প্রদান করেন। নির্বাচনকালীন যেকোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও জোন কমান্ডার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকার আহ্বান জানান। সামাজিক উন্নয়ন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষায় উপস্থিত সকলকে প্রেরণা প্রদান করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে আশু ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। তিনি সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।