ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৫ - ৫:০০ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক

  • আপডেট: Thursday, December 18, 2025 - 2:48 pm

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।

দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার লংগদু সদর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরী (৫০) কে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আটক করে লংগদু থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, লংগদু থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করে সন্তোষ চৌধুরী (৫০) কে আটক করা হয়। তিনি লংগদু উপজেলার আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন উপজেলা পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। চলমান ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে লংগদু উপজেলাস্থ তিনটিলা এলাকায় আসামির নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে লংগদু থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু করে আগামীকাল আদালতে প্রেরণের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান তিনি।