বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে আশুলিয়ার দুর্গাপুরে অবস্থিত ‘ফ্যাশন এন্ড কম’-এর সামনে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জামশেদ হোসেন(৪৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি পটুয়াখালী বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল হক হাওলাদার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানা এলাকার দুর্গাপুরে অবস্থিত ‘ফ্যাশন এন্ড কম’-এর সামনে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জামশেদ ওরফে বাদলকে গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব ৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।