ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসবে বর্ণিল আয়োজন

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 6:48 pm

নিজস্ব প্রতিবেদক।

বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চলছে উৎসবের বর্ণিল আয়োজন। মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় পিন্ডদান ও পিন্ডচরণ অনুষ্ঠান। খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহার, কানাইজো পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারের ভিক্ষুগণ পিন্ডাচরণে অংশ নেন। ভক্তরা ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছোট-বড়, নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ নানা বয়সের মানুষ এতে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রবারণা উৎসব তিন দিনব্যাপী চলবে। আগামী ৯ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)-তে এর মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে প্রথম দিন যুবক-যুবতীরা তৈরি করে নানা প্রকার পিঠা, সন্ধ্যায় আকাশ আলোকিত করে ফানুস উড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এবারের প্রবারণা উৎসবে থাকবে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘের নিকট ধর্মীয় দেশনা শ্রবণ, বিশ্বের শান্তি কামনায় হাজারো প্রদীপ প্রজ্বলন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও প্রবারণা উৎসবকে ঘিরে রোয়াংছড়ির বৌদ্ধ পল্লীগুলো উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।