ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম

রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশিতে ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট: Sunday, October 19, 2025 - 8:23 pm

জমির উদ্দীন, বান্দরবান।

বান্দরবান জেলার রেইচা আর্মি ক্যাম্পের চেকপয়েন্টে নিয়মিত গাড়ি তল্লাশি এবং গোপন তথ্যের ভিত্তিতে ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্প, বান্দরবান সেনা জোন।

আজ (রবিবার) দুপুর আনুমানিক ১৪১৫ ঘটিকার সময় রেইচা আর্মি ক্যাম্প, বান্দরবান সেনা জোনের সদস্যরা একটি মাহিন্দ্র গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর থেকে ১৭ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেন। এ সময় মদ বহনের দায়ে মোঃ মনির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেম পাড়ার বাসিন্দা।

রেইচা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মদসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।