রূপসী কাপ্তাইয়ের অন্যন্য আয়োজন : হারিয়ে যাওয়া বউছি এবং হা-ডু-ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)। আকাশ সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। একসময় গ্রামগঞ্জ এবং স্কুলে বউছি খেলা, হা-ডু-ডু খেলা, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলা দেখা মিললেও আধুনিক সভ্যতার যাঁতাকলে পিষ্ট হয়ে আমরা ইতিমধ্যে হারিয়েছি আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা, আচার-আচরণ, কৃষ্টি এবং সংস্কৃতিকে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না বউছি খেলা, দাঁড়িয়াবান্ধা খেলা কিংবা কানামাছি খেলা কী। তাই হারিয়ে যাওয়া এসব গ্রামীণ খেলাধুলাকে পুনরায় ফিরে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে চলতি বছরে দ্বিতীয় বারের মতো কাপ্তাইয়ে বউছি খেলা এবং হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে এই দুটি খেলা অনুষ্ঠিত হয়।
শুরুতেই ছেলেদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়। এতে ৪৬-২৭ পয়েন্টে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।
পরে মেয়েদের বউছি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়। খেলায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ৫৩-৩২ পয়েন্টে বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় তিনি বলেন, আমাদের গ্রামবাংলার অনেক খেলা আজ বিলুপ্তির পথে, এইসব হারিয়ে যাওয়া খেলাকে পুনরায় আমাদের মাঝে ফিরে আনতে হবে। আজকে রূপসী কাপ্তাই যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়।
কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ছন্দা খাতুন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ দুইটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণ বিকাশ তঞ্চঙ্গ্যা এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন দাশ। পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।









