ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৭:১০ পূর্বাহ্ন

রুমায় শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রীসহ মেডিকেল সেবা প্রদান করলেন সেনাবাহিনী

  • আপডেট: Sunday, December 31, 2023 - 2:16 pm

মোঃ শাহজালাল।।  বান্দরবানের রুমা উপজেলায় শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রীসহ মেডিকেল সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন।

আজ রোববার (৩১ ডিসেম্বর)  সকাল দশটায়  বড়থলি ইউনিয়নের বড়থলি পাড়ায় ১৩০ টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

এছাড়াও বড়থলি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণের মাঝে সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, পিএসসি ও স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ।

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীদের কে আশ্বাস প্রদান করা হয় ।