রুদ্ধশ্বাস জয়ে বিপিএলে শীর্ষে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক।। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএলে আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয় দলটি। অল্প রানের ম্যাচে উত্তেজনা বাড়িয়ে শেষ বলে চট্টগ্রাম তুলে নিয়েছে ২ উইকেটের জয়।
টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান তোলে। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে চট্টগ্রাম।
রান তাড়ায় চট্টগ্রামের পক্ষে ৩৬ বলে ৩৫ রান করেন হাসান নাওয়াজ। পরিস্থিতির দাবি মিটিয়ে তার অপরাজিত ইনিংসটিই দলের পক্ষে সর্বোচ্চ। অধিনায়ক শেখ মেহেদি হাসান ২৫ বলে ২৮ রান করেন। আসিফ আলীর ব্যাট থেকে আসে ২৫ বলে ২৭ রান।
তবে, ব্যাট হাতে ব্যর্থ চট্টগ্রামের ওপেনার অ্যাডাম রসিংটন। টানা ধারাবাহিকতার পর আজ হাসেনি তার ব্যাট। ১৫ বলে করেন ১৭ রান। অপর ওপেনার নাঈম শেখ ৭ বলে ৭ করে বিদায় নেন।
রাজশাহীর পক্ষে ১৮ রানে ৩ শিকার বিনুরা ফার্নান্দোর। ২৫ রানে ২ উইকেট নেন মেহেরব।
আগে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ব্যাটাররা কেউ বলার মতো সংগ্রহ করতে পারেননি। ১৪ বলে ১৯ রান আসে ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। মেহেরব করেন ১৯ বলে ১৯। এই দুজনের চেয়ে বেশি আর কারও ব্যাট থেকে আসেনি। আকবর আলী ১৭, মুশফিকুর রহিম ১৫ ও তানজিম সাকিব অপরাজিত থাকেন ১৪ রানে।
চট্টগ্রামের পক্ষে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন আমের জামাল। ২০ রানে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।
৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট রাজশাহীর, তবে নেট রানরেটে পিছিয়ে তাদের অবস্থান চতুর্থ।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১২৮/৮ (তামিম ৫, ওয়াসিম ১৯, শান্ত ৭, মুশফিক ১৫, মেহেরব ১৯, বার্ল ১১, আকবর ১৭, সাকিব ১৪*, রিপন ১, লামিচানে ৫, বিনুরা ৩* ; শরিফুল ৪-০-২০-২, রনি ২-০-২০-০, তানভীর ৪-০-২৬-২, মেহেদি ৪-০-২১-১, নাওয়াজ ২-০-১৩-১, জামাল ৪-০-২৩-৩)
চট্টগ্রাম রয়্যালস : ২০ ওভারে ১২৯/৯ (নাঈম ৭, রসিংটন ১৭, জয় ৪, নাওয়াজ ৩৫*, সাদমান ০, মেহেদি ২৫, আসিফ ২৭, আমের ৮, রনি ১, শরিফুল ০*; বিনুরা ৪-১-১৮-৩, রিপন ৪-০-৩৩-১, মেহেরব ৩-০-২৫-২, সাকিব ৪-০-২৫-১, লামিচানে ৪-০-২১-১, বার্ল ১-০-৬-০)











