ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-সাচিং প্রু জেরী

  • আপডেট: Friday, November 21, 2025 - 6:27 pm

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলা সদর ও আশপাশের এলাকায় গণসংযোগ এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ম্রো সম্প্রদায়ের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাচিং প্রু জেরী বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করা এবং রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। এসময় তিনি ৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য দিকগুলো উপস্থাপন করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি। এর আগে থানচি বাজারে তিনি নির্বাচনী শোডাউন করেন।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ম্রো মাতৃভাষায় লেখা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিলি করেন।