ঢাকা | জুলাই ২৪, ২০২৫ - ৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাষ্ট্রীয় শোক: প্রোগ্রাম স্থগিত করলেন বিএনপি নেতা হাজী পলাশ

  • আপডেট: Wednesday, July 23, 2025 - 4:44 pm

মো. জসিম উদ্দিন (অন্তু)।। পটুয়াখালীর বাউফলে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ।

আজ ২৩ জুলাই (বুধবার) বিকেল ছয়টায় বাউফল মহিলা কলেজ রোডে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক চলছে। দলীয়ভাবে বিএনপি এই শোকের প্রতি শ্রদ্ধাশীল। যদিও এর আগে আমরা পূর্বপরিকল্পিত ভাবে আজকের দিনে বিক্ষোভ মিছিল ডেকেছিলাম। কিন্তু এরমধ্যে চলে আসে আমাদের শোকের মাইলস্টোন ট্রাজেডি, সরকারিভাবে আজ পালিত হয় রাষ্ট্রীয় শোক। এমন বাস্তবতায় আমরা পূর্বপরিকল্পিত বিক্ষোভ মিছিল স্থগিত করছি। পরবর্তীতে আমরা স্থগিত কর্মসূচির বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাবো।

এ সময় তিনি আরো বলেন, একটি সঙ্ঘবদ্ধ চক্র বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায়। এ বিষয়ে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে। দলের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কোন ধরনের বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ কায়েম হতে দেব না। আমরা শান্তি প্রিয় দলের রাজনীতি করি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, দাসপাড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মামুন, বাউফল উপজেলা যুবদলের সাবেক সহদপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদুর মোল্লাসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতাকর্মী।