রায়গঞ্জে স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করল জামায়াতে ইসলামী

এলাকাবাসী জামায়াতের কর্মীদের প্রশংশা করে বলেন, রাজনীতি এটাই হওয়া উচিত, যার কাজের দ্বারা মানুষ উপকৃত হয়।
মবজেল হোসেন নামের একজন মুরব্বি জনান, বাংলাদেশে বহুদল দেখেছি তারা শুধু দেশের সম্পদ লুটপাট করে নিজেরা বড়ো লোক হয়। আমারা জনগণ খালি কষ্ট করে মরি। এবার ভোট দিবো চিন্তা-ভাবনা করে।