ঢাকা | আগস্ট ৩১, ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করল জামায়াতে ইসলামী

  • আপডেট: Sunday, August 31, 2025 - 10:48 am
মো. কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ)।।সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীরা।
আজ রোববার সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে এ উদ্যোগ নেয়া হয়।
জানা গেছ, ইউনিয়নের শৌলী শাবলা গ্রামে বেলে দহ ব্রিজের দুই পাশে অতিবৃষ্টিতে পানির স্রোতে মাটি পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চারটি গ্রামের মানুষের ও সকল প্রকার যানবাহন  বন্ধ হয়ে যায়। পরে জামায়াতে ইসলামীর উপজেলা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম পরামর্শে স্থানীয় নেতা কর্মীরা রাস্তা মেরামতের উদ্যোগ নেয়। এতে রঞ্জু, সুমন, আলম, বাদশাসহ প্রায় ২০ থেকে ২৫ জন স্থানীয় নেতা-কর্মী কাজ করেন।
এলাকাবাসী জামায়াতের কর্মীদের প্রশংশা করে বলেন, রাজনীতি এটাই হওয়া উচিত, যার কাজের দ্বারা মানুষ উপকৃত হয়।
মবজেল হোসেন নামের একজন মুরব্বি জনান, বাংলাদেশে বহুদল দেখেছি তারা শুধু দেশের সম্পদ লুটপাট করে নিজেরা বড়ো লোক হয়। আমারা জনগণ খালি কষ্ট করে মরি। এবার ভোট দিবো চিন্তা-ভাবনা করে।