ঢাকা | আগস্ট ২৬, ২০২৫ - ১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে শিশু সূচনা হত্যা মামলায় রহস্য উৎঘাটনসহ দুইজন গ্রেফতার

  • আপডেট: Monday, August 25, 2025 - 4:36 pm
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের রায়গঞ্জে ছয় বছরের শিশু সোয়া খাতুন (সূচনা) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ মামলায় দুই গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
আটক দুই আসামি হলো- মো. মনিরুল ইসলাম জিহাদ(২১) এবং মোছা. আতিয়া পারভীন (২৭)।
ভিকটিম সূচনা কুয়েত প্রবাসী মো. সুমন হোসেনের মেয়ে। তিনি দেউলমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মীরের দেউলমুড়া বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সূচনাকে গত ২০ আগস্ট সকাল ৯টার সময় পরিবারের লোকজন দেখতে না পেয়ে আশপাশসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও পায় না। একই তারিখ বেলা অনুমান ১২ টার সময় বসত বাড়ীর পূর্ব পাশে জনৈক মো. সানোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত শাহজাহান আলীর বাড়ির দিকে স্থানীয় লোকজনের চিৎকার শুনে ভিকটিম সূচনার পরিবারের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান যে ভিকটিম শিশু মোছা সোয়া খাতুন ওরফে সূচনার লাশ সানোয়ারের বাড়ির পরিত্যক্ত টয়লেটের মধ্যে পরে আছে।
অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিম শিশু মোছাঃ সোয়া খাতুন ওরফে সূচনাকে মাথায় ও কপালে গুরুতর রক্তাক্ত যখন প্রাপ্ত করে হত্যা করে লাশ গুম করার জন্য টয়লেটের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছেন। এসংক্রান্তে ভিকটিম শিশু মোছাঃ সোয়া খাতুন ওরফে সূচনা’র দাদা বাদী হয়ে রায়গঞ্জ থাকায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার সত্যতা উদঘাটনের জন্য আসামি মোঃ মনিরুল ইসলাম জিহাদ(২১) ও মোছাঃ আতিয়া পারভীনকে (২৭) গ্রেফতার করে। এরমধ্যে আসামী মো. মনিরুল ইসলাম জিহাদ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।