ঢাকা | নভেম্বর ১২, ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে নদী থেকে হাত-পা বাঁধা গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, November 12, 2025 - 9:11 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদী থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মো. আব্দুল লতিফ ওরফে খতিব (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।

নিহত আব্দুল লতিফ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার (৯ নভেম্বর) রাতে তিনি নিখোঁজ হন।

পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার (১২ নভেম্বর) ভোরে স্থানীয়রা সাহেবগঞ্জের ফুলজোড় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম খান বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমে কাজ শুরু করেছে। এছাড়া জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবার ও এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।