ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৫ - ৮:০৯ অপরাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে গোয়ালঘরে অগ্নিকাণ্ড, তিনটি গবাদিপশুসহ খড়ের পালা পুড়ে ছাই

  • আপডেট: Wednesday, September 3, 2025 - 10:27 am
মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ।। সিরাজগঞ্জের রায়গঞ্জে  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে শৌলি সবলা গ্রামের স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমানের গোয়ালঘরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি গরুসহ খড়ের পালা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ ছুটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন ধরে বাড়ির গোয়াল ঘরে, যেখানে বাঁধা ছিল তিনটি গরু। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গরু আগুনে ঝলসে মারা যায়। পাশাপাশি গোয়ালঘর, খড়ের পালা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ভুক্তভোগী হাবিবুর রহমানের বাম হাত আগুনে ঝলসে যায়।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘর দেখে ঘরে যান, হঠাৎ বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে বাইরে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আজ বেলা ১১টায় হাবিবুর রহমানকে নিয়ে উপজেলা অফিসে দেখা করেন এলাকাবাসী। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবির আকস্মিক দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা হিসেবে ৬০০০ টাকা প্রদান করেন। এই সহায়তায় কিছুটা আশ্বস্ত হয়েছেন হাবিবুর রহমান।