ঢাকা | অক্টোবর ২১, ২০২৫ - ৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম

রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, October 21, 2025 - 5:16 pm

 

মোহাম্মদ এমদাদ খান, রামগড় প্রতিনিধি।

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন রামগড় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল ও পৌর মহিলা দলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রামগড় পর্যটন পার্কের বিজয় ভাস্কর্যের সামনে আয়োজিত পরিচিতি সভা ও মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা মহিলা দলের সভানেত্রী জাহানারা আক্তার পারুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া।

বেলা তিনটায় অনুষ্ঠিত পরিচিতি সভা ও মহিলা সমাবেশে রামগড় উপজেলা ও পৌর শাখার সকল মহিলা নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ বিশাল মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি কুহেলি দেওয়ান।

তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা ও পৌর মহিলা দলের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির মাটি ও মানুষের নেতা, অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ওয়াদুদ ভূঁইয়া তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্য মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও সকল কর্মীদের প্রতি আহ্বান জানান।

রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াসের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া, জেলা মহিলা দলের সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি এবং রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেফায়েত উল্লাহ।