রামগড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রামগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমীন মেম্বার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন।
এছাড়াও পৌর বিএনপি’র সভাপতি মো. বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী সুজা, সহ-সভাপতি মো. মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আইনজীবী করিম উল্যাহসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি’র প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তারই অংশ হিসেবে রামগড় বিএনপি পরিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।