ঢাকা | অক্টোবর ২৫, ২০২৫ - ৮:৪১ অপরাহ্ন

শিরোনাম

রামগড়ে ধানের শীষের পক্ষে খাগড়াছড়ি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণসংযোগ

  • আপডেট: Saturday, October 25, 2025 - 6:16 pm

এমদাদ খান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ি জেলার আয়োজনে রামগড় শহরের রামগড় বাজার, সোনাইপুল বাজার, কালাডেবা বাজার, মাস্টারপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

২৫ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হয় লিফলেট বিতরণ ও “ভোট ফর ওয়াদুদ ভূইয়া, ভোট ফর ধানের শীষ” ক্যাম্পেইন গণসংযোগ।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের উপদেষ্টা, জেলা পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর মোর্শেদ ভূইয়া; ফোরামের উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মালেক মিন্টু; ফোরামের সভাপতি বিপুল চাকমা; আইনজীবী ফোরাম ও সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম; ফোরামের সহ-সভাপতি জামাল হোসেন সিদ্দিক; সাংগঠনিক সম্পাদক করিম উল্লাহ; যুগ্ম সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন এবং রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ রামগড় উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।