রামগড়ে গাড়ি চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই ট্রাকসহ দুই চোর গ্রেফতার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় থানা পুলিশ মাত্র দুই দিনের মধ্যে চুরি হওয়া একটি ড্রাম ট্রাক উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতের কোনো এক সময়ে রামগড়ের ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় বাদীর ড্রাম ট্রাক (রেজিঃ চট্ট মেট্রো ড–১১–২০২৭) চুরি হয়। এ ঘটনায় রামগড় থানায় মামলা নং–০৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৫, ধারা–৩৭৯ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর তত্ত্বাবধানে ও ওসি মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই দীপক বিশ্বাস তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩১ অক্টোবর লক্ষীপুর সদর এলাকা থেকে ট্রাকসহ দুই আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাগর (২১) ও রাজিব হোসেন এরফান (২০), উভয়েই রামগড় উপজেলার নাকাপা এলাকার বাসিন্দা।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, উদ্ধারকৃত ট্রাকসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।











