ঢাকা | অক্টোবর ৩১, ২০২৫ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাতযাপন করা যাবে না সেন্টমার্টিনে

  • আপডেট: Thursday, October 30, 2025 - 9:11 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে, তবে শর্তসাপেক্ষে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপে রাতযাপন করা যাবে না। দিনে গিয়ে দিনেই ফিরতে হবে কক্সবাজারে।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “নভেম্বরে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে না। তাই ডিসেম্বর ও জানুয়ারির জন্যই প্রস্তুতি নিচ্ছি।”

আগের মতো এবারও কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ ছাড়বে। আইনি জটিলতার কারণে ইনানী ঘাট থেকে জাহাজ চালানোর অনুমতি নেই, ফলে ভ্রমণ সময়ও বাড়বে।

প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। নৌযান চালাতে হবে বিআইডব্লিউটিএ ও মন্ত্রণালয়ের অনুমোদনে, এবং টিকিট কিনতে হবে অনলাইনে কিউআর কোডসহ।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, “সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

হোটেল–রিসোর্ট মালিক সমিতির সভাপতি শিবলুল আযম কোরেশী বলেন, “পরিবেশ রক্ষার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই, কিন্তু এতে দ্বীপের মানুষ ও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”