রাজা’র সনদ বাতিলসহ ৭ দফা দাবীতে বান্দরবানে পিসিএনপি’র মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি।
বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা, ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থায় বৈষম্য নিরসনসহ একাধিক দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বান্দরবান জেলা শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জমি ক্রয়-বিক্রয় বা নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করে দেশের ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি এবং সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। তিনি বলেন, প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদের সমন্বয়হীনতায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি বৈষম্য বাড়ছে। প্রশাসনের আশ্বাসে নাগরিক পরিষদের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল। বাজারফান্ড জমি নিয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র এবং কালক্ষেপণ করা হচ্ছে। বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। টেক্স, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারী অফিস, যানবাহন চলাচল সবকিছু বন্ধ করে দেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়া হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও হাসিনা সরকারের নেয়া সিদ্ধান্তে এখনো চলছে পার্বত্য চট্টগ্রাম। শেখ হাসিনার করা চুক্তির সুফল ভোগ করে ত্রিশ হাজার বাঙালির খুনি সন্তু লারমা সরকারের পতাকাবাহী গাড়ী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অন্তবর্তীকালীন সরকারের প্রধান ইউনুস সাহেব হাসিনা সরকারের আইনের বিরুদ্ধে কোনো প্রদক্ষেপ নেয়নি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক শাহজালাল (জালাল), সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, সদর উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হক, পৌর নাগরিক পরিষদের সভাপতি শামসুল হক সামু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহীম, ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন ইমনসহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী।











