ঢাকা | জানুয়ারী ৪, ২০২৬ - ৩:৩৮ অপরাহ্ন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে ভদন্ত খেমাচারা মহাথের আচারিয়া গুরু পূজা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, January 3, 2026 - 6:36 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ১০তম আচারিয়া (গুরু) পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ জানুয়ারি, শনিবার সকাল থেকে নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারে প্রতিবছরের ন্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত নাইধিয়া থের, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার, রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, নাগিন্দ্যা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দ গুরু ভান্তেকে দাননীয় সামগ্রী উপহার দেন।