রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার
মোঃ সুমন খান, রাজস্থলী।
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুতুরিয়া পাড়া সিনেমা হলের সামনে বান্দরবান সড়কের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশটি পড়ে থাকতে দেখতে পান। লাশটি পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ও থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ সময় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত ৩–৪ দিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছি। এবং তার পায়ে পচন ধরেছিল বলে স্থানীয়দের ধারণা। সেই সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান।
এ সময় স্থানীয় ও পথচারীরা বলেন, অপরিচিত এই বৃদ্ধকে গত কয়েকদিন ধরে কুতুরিয়া পাড়া ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি হয়তো মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। এবং তার ডান পায়ে গুরুতর পচন ধরেছিল ও দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন চিকিৎসা না পাওয়ায় সংক্রমণ বেড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।
বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মাহফুজ বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশটির শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এবং এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











