রাজস্থলীতে ১৯ বছর পর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি।।।রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৯ বছর পর এক আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং সঞ্চালনায় ছিলেন যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। এছাড়া বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে বলেন, দলটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয় এবং শহীদ জিয়া পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করেন। তারা বলেন, বিএনপি বিগত ৪৭ বছরে কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি নতুন প্রাণ ফিরে পায়।
প্রধান অতিথি দীপেন তালুকদার দীপু তাঁর বক্তব্যে বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপি জয়ী হলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতৃবৃন্দ শপথ নেন, দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।