ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষার্থীরা

  • আপডেট: Thursday, January 1, 2026 - 6:56 pm

রাজস্থলী প্রতিনিধি।
নতুন বছরের প্রথম দিনে উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অনেক খুশি।
রাঙামাটি রাজস্থলী উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি-বেসরকারি স্কুলে বই বিতরণ এবং বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প সংলগ্ন চাইল্ড কেয়ার মণিং স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সানুমং মারমা। এসময় অত্র বিদ্যালয়ের প্রি-প্রাইমারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ মেতে উঠে এবং বিনামূল্যে বই উপহার দেওয়ার জন্য করতালি দিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানায়। এসময় অত্র বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক উচ্ছপ্রূ মারমা, প্রধান শিক্ষিকা টকি দেওয়ানজী, সহকারী শিক্ষিকা বুলবুলি মারমা, শর্মিলা সেন, জোবায়েদা বেগম, টুম্পা চৌধুরী, শিক্ষক মাউচিং মারমা ও যোর্থীপ্রু মারমাসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
প্রতিষ্ঠাতা পরিচালক সানুমং মারমা জানান, আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত নতুন বই বিতরণ ও নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলবে। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই বই বিতরণ ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় পাঠদান কার্যক্রম পরিচালিত হয়নি।
এদিকে অভিভাবকরা জানান, “আজ ভোর সকাল থেকে কুয়াশায় ভরে আছে চারদিকে, তারপরও ছেলেমেয়েদের মুখে একটু হাঁসি ফুটাতে স্কুলে নিয়ে আসলাম। এখন নতুন বই হাতে পেয়ে অনেক খুশি। আপনাদের মাধ্যমে আরেকটি জিনিস জানাতে চাই, স্কুলে যদি ছাত্র-ছাত্রীদের জন্য দোলনা বা অন্যান্য খেলাধুলার ব্যবস্থা করা হতো। তাহলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, দলবদ্ধতা, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সাহায্য হতো, যা তাদের পড়াশোনায়ও ভালো ফল করতে এবং জীবনে সফল হতে সহায়ক হতো।” এছাড়া তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানান।