ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৯:২২ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 7:06 pm

 

মোঃ সুমন খান, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির রাজস্থলী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের নতুন প্রকল্পের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজস্থলী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম সুনামের সাথে এতদঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। তৃণমূল পর্যায়ে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। প্রকল্পের মাধ্যমে জনগণ আরও সেবা পাবে বলে আমি আশা করছি।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন।

অবহিতকরণ সভার শুরুতে প্রকল্পের উপর একটি ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম অবহিত করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। ভিডিও চিত্রে তিনি উল্লেখ করেন, রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনায় অবস্থিত “খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা” সোস্যাল হেলথ অ্যান্ড এডুকেশন বোর্ড (শেডবোর্ড)-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১৯০৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই হাসপাতাল শতবর্ষের ঊর্ধ্বে অত্র এলাকা সহ পার্বত্য অঞ্চলের জনগণকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার অন্তর্গত কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও সরকারি টিকাদান কার্যক্রমে সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা চলতি বছরের বিগত জুলাই মাস হতে আবারও নতুন প্রকল্পের কার্যক্রম হাতে নিয়েছি। আগামী তিন বছর এই প্রকল্পের কার্যক্রম চলবে। প্রকল্প বাস্তবায়নে খ্রীস্টিয়ান হাসপাতালকে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার অংশীজন হিসেবে কাজ করবে।

অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাত খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলা চাকমা, সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, যুবউন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা, রাজস্থলী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাফিজ, হেডম্যান ক্যসইথুই মারমা প্রমুখ।