ঢাকা | আগস্ট ২৭, ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আট সদস্য আহত

  • আপডেট: Tuesday, August 26, 2025 - 5:33 am

জাগো জনতা অনলাইন।। রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ সেনা সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে টহল গাড়িতে করে মোহনপুরে ঘুরছিল সেনাবাহিনীর একটি টহল দল। মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এরপর সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনা বহনকারী গাড়িটি।

এ সময় আট জন সেনা সদস্য আহত হয়েছেন। এ অবস্থায় সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এ বিষয়ে রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় একটি সেনাবাহিনীর গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ৮ জন সেনাসদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।