ঢাকা | ডিসেম্বর ১২, ২০২৫ - ৫:১২ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ

  • আপডেট: Friday, December 12, 2025 - 3:07 pm

জ্যেষ্ঠ প্রতিবেদক।। রাজধানীতে রিকশাচালক ও গণপরিবহন সংশ্লিষ্টদের মাঝে বিনামূল্যে ফার্স্ট এইড সরঞ্জাম বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল ১০০শব্দ.কম। শুক্রবার মিরপুর-১৪ নম্বরে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেওয়া ছাড়াও প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

“দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও”-এমন স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব ও ১০০শব্দ.কম-এর সম্পাদক আশিক ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী রিকশা ও অটোরিকশা চালকদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, ইয়াসির আরাফাত রিপন, এম এইচ সৈকত, আক্তারুজ্জামান, দৈনিক ১০০ শব্দ এর চীফ টেকনোলজি অফিসার মো. মশিউর রহমান, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান রাফিন, সাংবাদিক রিদওয়ান ও শাপলা, ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান, ডা. এনায়েত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।

চিকিৎসকরা অংশগ্রহণকারীদের দুর্ঘটনার পর নিরাপদে এগিয়ে যাওয়ার নিয়ম, রক্তক্ষরণ বন্ধ, চোট সামলানো, শ্বাসকষ্টে সহায়তা, জনসমাগম নিয়ন্ত্রণ, আহতকে নিরাপদ স্থানে সরানোসহ জরুরি সেবায় ফোন করার সঠিক পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেন।

প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে মানসম্মত ফার্স্ট এইড কিট দেওয়া হয়। কিটে ছিল- ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপটিক, টেপ, সেফটি পিন, ছোট কাঁচি, গ্লাভস, মাস্ক ইত্যাদি। পাশাপাশি “দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও” স্লোগানসংবলিত স্টিকারও তাদের পরিবহনে লাগানোর জন্য দেওয়া হয়, যাতে গণসচেতনতা বাড়ে।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ১০০শব্দ.কম-এর সম্পাদক আশিক ইসলাম বলেন, “ঢাকায় প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে। প্রথম কয়েক মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিকশাচালক ও গণপরিবহন চালকরাই দুর্ঘটনা স্থলে প্রথম পৌঁছান। তাই তাদের প্রশিক্ষিত করে তুলতে পারলে বহু জীবন বাঁচানো সম্ভব।”

তিনি ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।