ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ২:৫১ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীতে উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়সহ তিন স্থানে ককটেল বিস্ফোরণ

  • আপডেট: Monday, November 10, 2025 - 1:21 pm

জাগো জনতা অনলাইন।। রাজধানীতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিনটি স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনও হতাহত হয়নি। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’কে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি ও রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

‎এদিকে, গত রাত ২টা ৪৩ মিনিটে মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে সাদা পোশাকে দুই জন ব্যক্তি এসে গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়ায়। এ সময় তাদের মুখে গামছা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই তারা পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।‎

‎অন্যদিকে, আজ সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ২৭ নম্বর মাউডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় একটি মোটরসাইকেলে দুই-তিনজ ন এসে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

‎আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।