ঢাকা | ডিসেম্বর ১, ২০২৫ - ৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গুনিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. রেজাউল করিম

  • আপডেট: Monday, December 1, 2025 - 8:05 pm

নিজস্ব প্রতিবেদক।

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিম সোমবার (১ ডিসেম্বর) বিকেলে চন্দ্রঘোনা মহাজন বটতলে ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তিনি এলাকার হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা, অধিকার, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ডা. রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষ আমার পরিবার। এই অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের ধর্মীয় উৎসব, পূজামণ্ডপ, উপাসনালয় ও সাংস্কৃতিক আয়োজনগুলোকে সরকারি প্রতিটি সহযোগিতা দিয়ে আরও নিরাপদ করা হবে। আপনাদের সন্তানদের শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মান বাড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি শুধু নিরাপত্তাই নয়, উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছি। চন্দ্রঘোনা ও আশপাশের রাস্তাঘাট সংস্কার, বিদ্যুৎ সংযোগের উন্নতি, তরুণদের জন্য ট্রেনিং সেন্টার, স্বাস্থ্যসেবায় বিশেষ মেডিকেল ক্যাম্প, এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ সুবিধা—সবকিছু বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। রাঙ্গুনিয়াকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে।”

স্থানীয় ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা এসময় তাকে স্বাগত জানান।