ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৮:১৬ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গুনিয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে জনতার হাতে আটক

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 6:34 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজার এলাকায় ৩২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। অভিনব কৌশলে জাল নোট চালানোর সময় হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি। এসময় প্রতারণাকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। তার বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় হলেও তাদের মূল বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তার বাবা বনবিভাগের অবসরপ্রাপ্ত স্টোরকিপার ছিলেন।

গোচরা বাজার ব্যবসায়ী নেতা মো. ইলিয়াস উদ্দিন জানান, বাজারের পূর্বদিকে পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশে বিকাশ ব্যবসা করেন আবদুল মান্নান নামে এক দোকানি। শনিবার বিকেলে ওই দোকানে মোতালেব নামে ব্যক্তি ২০ হাজার টাকা বিকাশ করতে আসেন। বিকাশ করার পর জাল নোট ধরিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে দোকানদার মান্নান দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেন।

পরে তার পায়ের মোজার ভেতরে গুঁজে রাখা অবস্থায় সব মিলিয়ে ৩২ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাল নোটসহ মোতালেবকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।