ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটিতে জামায়াত নেতার মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

  • আপডেট: Tuesday, February 18, 2025 - 12:04 pm

মুহাম্মদ কামাল উদ্দিন।। জামায়াতে সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম এর নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম রাঙামাটি জেলা শাখা।

মঙ্গলবার বিকালে শহরের পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বনরুপায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাফি, জামায়াতের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোটেক হারুনুর রশিদ, রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, জেলা আমির আব্দুল আমিল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দেয়া হয়েছে। গত ১২ বছর ধরে এখনো আমাদের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেলকে জেলে আটকে রাখা হয়েছে। একই সময় অভিযোগ করে বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বহু নেতাকর্মীকে মুক্তি দেয়া হয়েছে,  কিন্তু এটিএম আজহারুল ইসলাস কেন কারাগারে থকবে?

বক্তারা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে তাকে মুক্তি দেয়া না হয় তাহলে জামায়েত ইসলাম ছাত্রজনতাকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে জামায়াতের দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিও জানানো হয়।