ঢাকা | ডিসেম্বর ৮, ২০২৫ - ৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ

  • আপডেট: Sunday, December 7, 2025 - 6:10 pm

আহমদ বিলাল, রাঙ্গামাটি প্রতিনিধি।

সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক (পিএসসি)।

তিনি ওই এলাকার পাহাড়ি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “কাউকে ভয় পাওয়ার কিছুই নেই, আপনাদের যেকোনো বিপদে আমাদের পাশে পাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি—জনসাধারণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের টার্গেট হচ্ছে সন্ত্রাসমুক্ত করা। আপনাদের সকল প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। যত টাকা লাগে, যত ডাক্তার লাগে—এই এলাকায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করবো। উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং এই এলাকার মা-বোনদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। এটা আমাদের দায়িত্ব। সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ৮টি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় মানবিক কার্যক্রম চলমান রয়েছে। শিশু-কিশোরদের খেলার সামগ্রী, চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তাসহ নানাবিধ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করাসহ এখানে বসবাসরত সাধারণ মানুষের উন্নয়নকে পিছিয়ে রেখেছে এখানকার আঞ্চলিক কিছু স্বশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন আরাফান, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পূর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙ্গি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা প্রমুখ।

কম্বল নিতে আসা এক বয়োবৃদ্ধ বলেন, “শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। সেনাবাহিনী শীতের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি।”