ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটিতে বৈশাখী টিভির ২১ বছরে পূর্তি উৎসব পালিত

  • আপডেট: Saturday, December 27, 2025 - 6:22 pm

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি।
পার্বত্য রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এরপর রাঙ্গামাটি প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রতিনিধি কামাল উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, জেলা পরিষদের সদস্য লুৎফুর নেছা, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ।
দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জমির উদ্দিন।
অতিথিরা বৈশাখী টেলিভিশনের ২১ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, বৈশাখী টিভি দেশীয় সংস্কৃতি ও মানুষের গল্প তুলে ধরে কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছে।
দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।