রাঙ্গামাটিতে বিজিবি কর্তৃক আর্থিক অনুদান এবং আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সামাজিক কল্যাণমূলক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসা, সন্তানের লেখাপড়া, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত এবং বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ০৭টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে রাজনগর জোন (৩৭ বিজিবি)।
এছাড়াও স্থানীয় মো. দুলাল মিয়াকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ০১টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রাজনগর জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











