ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর

  • আপডেট: Saturday, December 27, 2025 - 7:39 pm

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটির আসামবস্তী–কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় একটি পানিবাহী ট্রাক উল্টে কেনি চাকমা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে হাঁটার সময় আসামবস্তীর দিক থেকে দ্রুতগতিতে আসা পানিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই নারী চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কেনি চাকমা স্থানীয় অংচিং মারমা চন্দনের স্ত্রী। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি লাইনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।