ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৫:৩৪ অপরাহ্ন

রাঙামাটি সেনা জোনের উদ্যােগে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • আপডেট: Wednesday, May 29, 2024 - 9:56 am

মোঃ হাবীব আজম, রাঙামাটি:

রাঙামাটি সেনা সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় (২৯ মে) বুধবার সকালে রাঙামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন ছোটভুলু এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়। যার মাধ্যমে অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

 

এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার মেজর মোঃ গোলাম সারোয়ার শুভ এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন। কাউখালী সদর, ছোটডুলু এবং বড়ডুলু এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।