ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির

  • আপডেট: Sunday, January 11, 2026 - 5:58 pm

রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনির হোসেনের নামে একটি আবাসিক হলের নামকরণসহ তার পরিবারকে পুনর্বাসন ও সরকারি চাকরি দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। আরও বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রাক্কালে পাহাড়ী ছাত্র পরিষদের হামলায় মনির হোসেন নির্মমভাবে নিহত হন। তার আত্মত্যাগের বিনিময়েই আজ রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। অথচ দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং মনির হোসেনের পরিবারকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতাও দেওয়া হয়নি।
বক্তারা আরও অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তার, সড়ক যোগাযোগ, পর্যটন শিল্পের বিকাশ ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন সময় বাধা সৃষ্টি করা হয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষকে শিক্ষা ও আধুনিকতার আলো থেকে বঞ্চিত রাখতেই এসব বাধা দেওয়া হচ্ছে।
সমাবেশে পিসিসিপি নেতৃবৃন্দ জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ‘শহীদ মনির হোসেন’-এর নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে। একই সঙ্গে তার পরিবারকে পুনর্বাসন ও সরকারি চাকরি দিতে হবে। পাশাপাশি একই ঘটনায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ প্রদান এবং মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানান তারা।
দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।