ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ৯:১৩ অপরাহ্ন

রাঙামাটি নানিয়ারচরে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

  • আপডেট: Sunday, September 24, 2023 - 10:23 am

মো. হাবীব আজম, রাঙামাটি: নানিয়ারচর উপজেলা আওতাধীন দিশানপাড়া এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ওই ব্যক্তির নাম মনিশ চাকমা (৪০)। তিনি ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার বলে জানা গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) রাতে নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় দিশানপাড়া এলাকায় (বর্গ- ১১২৫) থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের টের পেয়ে সন্ত্রাসী মনীশ চাকমা একটি বাড়িতে আত্মগোপন করে। ওই বাড়িতে ব্যাপক তল্লাশি ও অনুসন্ধানের পরে তাকে একটি ৩১৫ বোর রাইফেল (ইউএসএ এর তৈরী), ০১ টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড এ্যামুনিশন এবং ০১ টি ওয়াকিটকিসহ বাড়ি হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

এই সংক্রান্ত বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল গুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।