ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটির কাউখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  • আপডেট: Sunday, November 2, 2025 - 6:55 pm

নিজস্ব প্রতিবেদক।

রাঙামাটির কাউখালীতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইশিথোয়াই মারমা (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী থুইপ্রুমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও তিন বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।

নিহত পাইশিথোয়াই মারমা কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাইশিথোয়াই মারমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, “দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আব্দুর রহিম (৩৮) পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”