ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 5:11 am
আহমদ বিলাল খান।। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর রাঙামাটি শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামি ২০ মে-এপ্রিল-২০২৫ এর মধ্যে কমিটির অন্যান্য পদসহ পূর্ণাঙ্গ কমিটি গঠণের নির্দেশ দেয়া হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মীর ইদ্রিসের নির্দেশে রাঙামাটিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শামসুল।
নতুন আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত করা হলেন- মাওলানা মুহাম্মদ শরীয়ত উল্ল্যাহকে আহবায়ক, মাওলানা মুহাম্মদ আবুল হাসানকে যুগ্ন আহবায়ক, মাওলানা মুহাম্মদ ইউনুস হাবিবীকে যুগ্ন আহবায়ক, মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিককে সদস্য সচিব, মাওলানা সানাউল্লাহকে সহযোগী সচিব ও মাওলানা মুহাম্মদ শামসুল আলমকে প্রচার সম্পাদক করে মজলিসে শুরার সভায় সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। রাঙামাটি জেলার বিভিন্ন এলাকার উলামায়ে কেরাম মজলিসে শুরার এ সভায় যোগদান করেন।