ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে বৈষম্যমূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি নাগরিক পরিষদের

  • আপডেট: Sunday, November 9, 2025 - 6:59 pm

রাঙামাটি প্রতিনিধি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা।

রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক। নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা কিংবা শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি, যা প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করেছে।

তারা আরও অভিযোগ করেন, সরকার ঘোষিত ৭ শতাংশ কোটা নীতি উপেক্ষা করে জেলা পরিষদ একতরফাভাবে ৭০ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৩০ শতাংশ বাঙালি অনুপাতে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। এর মাধ্যমে পরিষদ দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে এবং জনসংখ্যানুপাতে নিয়োগের দাবি উপেক্ষা করছে বলে দাবি করেন তারা।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়ার বিধান থাকা সত্ত্বেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তা মানছে না। এতে সরকারের প্রশাসনিক নির্দেশনার প্রতি অবহেলা প্রদর্শিত হচ্ছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনের পরও জেলা পরিষদ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার চেতনার পরিপন্থীভাবে কার্যক্রম পরিচালনা করছে, যা পার্বত্যবাসী ও দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৪ নভেম্বরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতসহ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের উদ্যোগ না নিলে পার্বত্যবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি একপেশে নীতি অব্যাহত থাকলে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পদত্যাগের দাবিতে একদফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।