ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে বিজিবি ও সেনাবাহিনীর অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট উদ্ধার, আটক ১

  • আপডেট: Sunday, September 8, 2024 - 1:50 pm

মো. হাবীব আজম, রাঙামাটি।। রাঙামাটিতে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুর ছত্তার (৪২) একজনকে আটক করা হয়েছে।

 

আজ রোববার (০৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় সুর্নিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ওয়াঃ অফিঃ মোঃ আনোয়ার হোসেন।

 

সেনা ও বিজিবি সূত্রে জানা যায়, ১০বি টাইপ পেট্রোল তবলছড়ি (বর্গ- ২৪০৪) এলাকায় অভিযান পরিচালনার সময় আব্দুর ছত্তার (৪২) কে জিঞ্জাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়া হয়। পবরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তবলছড়ি এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে ৪৫,০০০ প্যাকেট Oris এবং ৬,০০০ প্যাকেট Omega অবৈধ সিগারেট আটক করা হয়। যার আনুমানিক বাজরার মূল্য মোট (এক কোটি দুই লক্ষ) ১,০২,০০,০০০.০০ টাকা।

উদ্ধারকৃত অবৈধ সিগারেট পরবর্তীতে সেক্টর সদর দপ্তর বিজিবি, এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।