রাঙামাটিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অংশগ্রহণে ৭০+ গবেষকের মিলনমেলা
রাঙামাটি প্রতিনিধি।
পার্বত্য অঞ্চলের ইতিহাসে প্রথমবার দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-তে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি। এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ৭০-এর বেশি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। আয়োজকরা জানান, সম্মেলনের মূল লক্ষ্য হলো রাঙামাটি ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে নতুনভাবে তুলে ধরা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি প্রেসক্লাবের মিলনায়তনে রাবিপ্রবির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, এটি শুধু রাবিপ্রবি নয়, বরং পুরো পার্বত্য অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক আয়োজন।
দুই দিনব্যাপী কনফারেন্সের প্রথম দিন, ১৬ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাবিপ্রবি ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
‘ট্যুরিজম টুমরো: নেচার’স নেক্সট ফ্লেক টু এক্সপ্লোর’ প্রতিপাদ্যে আয়োজিত এই কনফারেন্সের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন—
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ সাইফুল ইসলাম।
সম্মেলনের প্রথম দিনে স্বাগত বক্তব্য দেবেন রাবিপ্রবির ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্স সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন। ভোট অব থ্যাংকস প্রদান করবেন কো-চেয়ার মোসা হাবিবা। সমাপনী বক্তব্য রাখবেন বিভাগের সহকারী অধ্যাপক ও সদস্য-সচিব জি. এম. সেলিম আহমেদ।
কনফারেন্সের দ্বিতীয় দিন, ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে কী-নোট স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান।
‘মিট দ্য প্রেস’-এ আয়োজকরা জানান, ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ‘মিডিয়া পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, সাব্রে, প্রাণ গ্রুপ, সমুদ্র সফেন, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান কনফারেন্সে সহযোগিতার প্রত্যয় প্রকাশ করেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই সম্মেলনের মাধ্যমে রাঙামাটি পর্যটন খাত আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি পাবে, যা বাংলাদেশের ট্যুরিজম শিল্পকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।










