রাঙামাটিতে বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক।
বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে মাঠ পর্যায়ের অবস্থা সরেজমিনে দেখতে রাঙামাটি পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তিনি রাঙামাটির মারী স্টেডিয়াম পরিদর্শন করেন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, নির্মল বড়ুয়া মিলন, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ) সহ বয়সভিত্তিক ক্রিকেটার, সংগঠক ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি।
মতবিনিময় সভায় আসিফ আকবর বলেন, “পার্বত্য জেলার তরুণরা শারীরিকভাবে অত্যন্ত সক্ষম ও প্রতিভাবান। এ সম্ভাবনাকে ক্রিকেট বোর্ড কাজে লাগাতে চায়। বয়সভিত্তিক ক্রিকেটের মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতে বিসিবি পদক্ষেপ নেবে।”
তিনি রাঙামাটি মাঠের বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করে বলেন, “এখানে ক্রিকেটের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে, যা দ্রুত উন্নয়নের প্রয়োজন। স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে বোর্ড প্রয়োজনীয় সহায়তা দেবে।”
সভায় স্থানীয় সংগঠক ও খেলোয়াড়রা জেলা পর্যায়ে নিয়মিত লিগ আয়োজন, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি ও আধুনিক সরঞ্জাম সরবরাহের দাবি জানান।
পরিদর্শন শেষে আসিফ আকবর রাঙামাটির ক্রিকেট উন্নয়নে বিসিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।











