ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে পূজো উৎসবে সেনাবাহিনীর সহায়তা

  • আপডেট: Sunday, September 21, 2025 - 12:26 pm

মো. গোলামুর রহমান, লংগদু।।  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তার পাশাপাশি পূজো উৎসবকে আনন্দমুখর করতে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর লংগদু জোন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলার তিনটি মন্দির ও বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকার একটি মন্দিরের পূজো কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন সেনাবাহিনী।

জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএস-এর নির্দেশনায় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন লিওন চারটি মন্দিরের পূজো কমিটির উপস্থিতিতে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

নগদ অর্থ হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি ভুয়সী প্রশংসা জানান তারা। তারা বলেন, “সেনাবাহিনীর এ ধরনের মহৎ উদ্যোগ আমাদের ঋণী করে। প্রতিবছর দুর্গাপূজা আসলে সেনাবাহিনীর এমন মহান সহযোগিতা আমাদের ধন্য করে। এছাড়াও সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নির্বিঘ্নে আমরা প্রতিবছর পূজা উৎসব পালন করি।”