রাঙামাটিতে নারী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক।
রাঙামাটির কাউখালীতে আজ সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙামাটি সদর জোনের উদ্যোগে পাহাড়ি নারী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। কাউখালী উপজেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন সাকিব হাসান শাওন ১৫ জন পাহাড়ি খেলোয়াড়কে বুট (জুতা) প্রদান করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আরজ আলী, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম, ‘কাউখালি সুইহ্লামং মারমা একাডেমি’র খেলোয়াড় ও তাদের সভাপতি সুইহ্লামং মারমা। পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা ও খেলোয়াড়দের অভিমত, সেনাবাহিনীর এ উদ্যোগে কিশোর-কিশোরদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি পাবে, বিনোদন ও খেলাধুলার প্রসারও নিশ্চিত হবে। বুট পেয়ে খেলোয়াড়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এ ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আজ তারুণ্য উৎসবের সমাপনী দিনে কাউখালী উপজেলা মাঠে ঘাগড়া বনাম কাউখালী যৌথ সেপাক টাকরো খেলার প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা দর্শকপ্রিয় হয়ে ওঠে।











