রাঙামাটিতে জেলা প্রশাসক প্রত্যাহারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি জুঁই চাকমার
রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটি-২৯৯ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা। তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের আচরণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী হওয়ায় নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক নেই।
এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাঙামাটির জেলা প্রশাসককে প্রত্যাহার করে অন্যত্র বদলির দাবি জানান তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকার হোটেল কসমসের নিচতলায় অবস্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা (অস্থায়ী) কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুঁই চাকমা বলেন, এই দাবি কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়। এটি সাধারণ মানুষের পক্ষ থেকে উঠে আসা দাবি। যারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, তাদের অনেকেই আমাদের কাছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, রাঙামাটির মানুষ শান্ত, ভদ্র ও সহনশীল বলেই এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু জনগণের সঙ্গে যদি সম্মানজনক আচরণ না করা হয়, তাহলে অসন্তোষ সৃষ্টি হতে পারে। সম্মান পেতে হলে আগে জনগণকে সম্মান করতে হবে।
জুঁই চাকমা উল্লেখ করেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসকের কাছে জনগণের সেবা প্রত্যাশা করা স্বাভাবিক। তবে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হওয়াটাও স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী এবং বাংলাদেশের বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা।
অনুষ্ঠানে রাঙামাটি-২৯৯ আসনে কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।











