রাইখালীতে জামায়াতে ইসলামী’র গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি ।
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে রাইখালী বাজার থেকে গণসংযোগ শুরু হয়ে নারানগিরি এলাকা অতিক্রম করে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দায়িত্বশীল, চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষণহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে, যাতে জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধিত হয়।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি-২৯৯ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোক্তার আহম্মদ। তিনি বলেন, “মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তুলে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে, এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা মজলিসে শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম, কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশীদ, রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা, ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ লোকমান, ইউপি সদস্য নাসির উদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য মাচিংউ মারমা, মোহাম্মদ সেলিম প্রমুখ।
মতবিনিময় সভা ও কর্মসূচিতে কাপ্তাই উপজেলা এবং রাইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।